জবির ছাত্রী হলের নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ | চ্যানেল আই অনলাইন

জবির ছাত্রী হলের নতুন নাম ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।

মঙ্গলবার ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রকাশিত ওই আদেশে জানানো হয়, সিন্ডিকেটের ১২ নাম্বার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রী হলটির নতুন নামকরণ করা হয়েছে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রথম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ, যিনি নারীর শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন।

Scroll to Top