প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রেখে আধুনিক ও জ্ঞানভিত্তিক উন্নত জাতি গঠনে অবদান রাখতে হজযাত্রী ও আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন তিনি।
রাজধানীর আশকোনা এলাকায় হজ ক্যাম্পে আজ শুক্রবার হজ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আপনাদের (হজযাত্রীদের) ও আলেম-ওলামাদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের শিশুরা এটি (জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ) থেকে দূরে থাকতে পারে এবং উন্নত বাংলাদেশ গড়তে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুত হতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এটি সব সময় মানুষের কল্যাণের ধর্ম, যা মানুষের অধিকার নিশ্চিত করে। ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস করে, এমন কিছু লোকের কারণে ইসলামকে নিন্দিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আসলে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে, তাদের কোনো ধর্ম নেই।