এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত ৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ মেয়েদের সামনেও হাতছানি দিচ্ছে এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। শিরোপা মঞ্চে ছেলেদের মত মেয়েরাও প্রতিপক্ষে পেয়েছে ভারতকে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে সাতটায় গড়াবে মহারণ।
গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে এসেছিল বাংলাদেশ। এই পর্বে এসে ভারতের মুখোমুখি হয়েছিল। তবে বড় হার দেখতে হয়েছে লাল-সবুজের মেয়েদের। সুপার ফোরে ভারতের কাছে ৯ উইকেটে হারের পর নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
অন্যদিকে গ্রুপপর্বে এক জয় ও এক ড্র (বৃষ্টির কারণে পরিত্যক্ত) নিয়ে সুপার ফোরে আসে ভারত। সেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুদলের বিপক্ষে জয় নিয়ে শিরোপামঞ্চ নিশ্চিত করে।
অবশ্য সুপার ফোরে ভারতের বিপক্ষে পরাজয়ের স্মৃতি ফাইনালে মুছতে চাইবে বাংলাদেশ। সুমাইয়া আক্তারের দল বিজয়ের মাসে আরেকটি শিরোপা বাংলাদেশকে এনে দিবে প্রত্যাশা এমনটাই।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
ফাহমিদা ছোয়া, মোসাম্মৎ ইভা, সুমাইয়ার আক্তার সুবর্ণা, সুমাইয়ার আক্তার (অধিনায়ক), হাবিবা ইসলাম, জুয়াইরিয়া ফেরদাউস, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া ও সাদিয়া আক্তার।