চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ড্র: কবে-কখন, কী নিয়মে | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ড্র: কবে-কখন, কী নিয়মে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের উত্তেজনা শেষে শুরু হতে চলেছে নকআউট পর্বের রোমাঞ্চ। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে প্লে-অফ রাউন্ডের ড্র। সুইজারল্যান্ডের নিয়নে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বসবে ড্রয়ের মঞ্চ।

নতুন নিয়মের আসরে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে। প্রতিটি দলকে টেবিলে স্থান অনুযায়ী জোড়া বানানো হবে এবং তারা আলাদা ব্র্যাকেটে থাকবে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।

তাতে প্লে-অফে ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টের সামনে আসতে পারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মতো দল। এমনকি ফরাসি জায়ান্ট পিএসজিকে হয়তো স্বদেশী দুই ক্লাব মোনাকা বা ব্রেস্তের বিপক্ষে লড়াই করতে হতে পারে আগেভাগেই।

এবারের নিয়ম অনুযায়ী, প্রথমে ১৭-২৪তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে। তাদের বিপক্ষে ৯-১৬তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে। একই জোড়ার দল দুই আলাদা ব্র্যাকেটে থাকবে, ফলে তারা ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। যে দল লিগপর্বে ভালো করেছে, তারা দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলবে।

GOVT

প্লে-অফের প্রথম লেগ হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারিতে। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে।

প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে। রাউন্ড অব ১৬-এর ড্র হবে ২১ ফেব্রুয়ারি। একইদিনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্রও হবে।

মার্চের ৪-৫ মার্চ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের পর ১১-১২ মার্চ হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

প্লে-অফের সম্ভাব্য প্রতিপক্ষ

এক নজরে দেখে নেয়া যাক কোন দলের অবস্থান কোথায়

সরাসরি শেষ ষোলোয় যারা
লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।

প্লে-অফে খেলবে যে ১৬ দল
আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দোহভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্দ, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং লিসবন ও ক্লাব ব্রুগে।

প্রথমপর্ব থেকে বিদায় যাদের
ডায়নামো জাগরেব, স্টুটগার্ড, শাখতার দোনেস্কৎ, বোলোগনা, ক্রভেনা জাভেজদা, জিরোনা, আরবি লেইপজিগ, সলজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্টা প্রাহা, স্ট্রাম গ্রাজ ও ইয়াং বয়েজ।

Scroll to Top