Last Updated:
Weekend Tourist Spot: ভাঙন সমস্যায় জর্জরিত নিউ বকখালির জঙ্গল। এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল ধীরে ধীরে। তবে এবার ভাঙনের ফলে সেই নিউ বকখালির অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্ন।

নিউ বকখালি
নবাব মল্লিক, নামখানা: হারিয়ে যাচ্ছে জঙ্গল, ভাঙন সমস্যায় জর্জরিত নিউ বকখালি এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল ধীরে ধীরে। তবে এবার ভাঙনের ফলে সেই নিউ বকখালির অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্ন।নিউ বকখালির নদীভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে যদি এখন থেকে পদক্ষেপ না করা হয় তাহলে আগামী দু-তিন বছরের মধ্যে এই জঙ্গলটি ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা চন্দন গিরি জানিয়েছেন, আগে জঙ্গল অনেকটা গভীর ছিল। এখন ভাঙতে ভাঙতে কমে হয়ে গিয়েছে। এই জায়গাটি দেখতে অনেকেই আসেন। জায়গাটি রক্ষা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
স্থানীয়দের অনেকের দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও এই প্রসঙ্গে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, প্রকৃতির কাছে সকলেই অসহায়। তবুও যতটা পারা যায় ভাঙন রুখতে সেই চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যদি সরকার ও সংশ্লিষ্ট দফতরগুলি জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ না করা নেয়, তাহলে হয়ত কয়েক বছরের মধ্যেই নিউ বকখালি হারিয়ে যাবে এমন আশঙ্কাই করছেন স্থানীয়রা।
Kolkata,West Bengal
July 25, 2025 1:21 AM IST
চোখেমুখে লেপ্টে যায় নোনা বাতাস, ভাঙনের মুখে ধ্বংসের গ্রাসে হারিয়ে যাবে এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট? উদ্বিগ্ন পর্যটকরা