চারুকলা ইনস্টিটিউটে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন গুণী এই ভাস্কর। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে শোক নেমে এসেছে।