এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কারাবাও কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে স্পারদের উপর স্টিমরোলার চালিয়েছেন গ্যাপকো-সালাহরা। জয়ে ইংলিশ ফুটবল লিগে প্রথম লেগে হারের পরও দ্বিতীয় লেগে ৪-১ গোলে জিতে ফাইনালে উঠেছে লিভারপুল। দলটির ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক অবশ্য বলেছেন, আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।
গোলমুখে লিভারপুল ১০টি শট নিলেও পুরো ম্যাচে টটেনহ্যাম কোনো শট নিতে পারেনি। প্রথমার্ধের ৩৪ মিনিটে কোডি গ্যাপকোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা। বিরতি থেকে ফিরে সালাহ ৫১ মিনিটে পেনাল্টি থেকে, ডমিনিক সোবোজলাই ৭৫ মিনিটে এবং ৮০ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ফন ডাইক।
পরে ফন ডাইক পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমাদের পুরোপুরি পারফরম্যান্স প্রয়োজন ছিল। এখনও মনে করি হাফ-টাইমে আমরা আরও ভালো করতে পারতাম এবং তাদের আরও বেশি চাপে রাখতে পারতাম। দারুণভাবে যেভাবে জিতে ক্লাব এখন এফএ কাপের দিকে মনোযোগ দিয়েছে।’
লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, ‘আমাদের জন্য বল ছাড়া এত আক্রমণাত্মক হওয়া, এটা, আপনাকে টটেনহ্যাম সম্পর্কে কোনো ধারণা দেয় না। মনে করি এটিই আমার জন্য আলাদা ছিল, আমরা এমন একটি দলের বিপক্ষে নেমেছিলাম যারা সুযোগ তৈরিতে খুব ভালং, খুব কম সুযোগই তারা হারায়। তবে দিনশেষ এ জয় একটি ভালং অর্জন।’
কারাবাও কাপের ফাইনালে প্রথম দল হিসেবে আগেই পা দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। আগামী ১৬ মার্চ ফাইনাল হবে।