বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২৩৬-এর চাকায় লিক থাকায় ঢাকা-জেদ্দা ফ্লাইট ২৪ ঘন্টা বিলম্ব হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে জেদ্দায় বিজি-২৩৬ ফ্লাইট সিলেট হয়ে উড্ডায়ন করে।
সিলেট থেকে উড্ডায়ন করার পর পরই বোয়িং ৭৭৭৩ হান্ড্রেড ইয়ার এয়ারক্রাফটের চাকার ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন ফ্লাইটে থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে এই ব্যাপারে বিমানের ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত জানতে চান। বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফ্লাইটটি ওভাবেই জেদ্দা পর্যন্ত নিয়ে যেতে বলেন।
ফ্লাইটটি জেদ্দা এয়ারপোর্টে নিরাপদেই অবতরণ করে। জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট বিজি- ২৩৬ ঢাকার উদ্দেশ্যে রওনা করার প্রস্তুতি নেয়ার সময়ই এয়ারক্রাফটে বিপত্তি দেখা দেয়।
যাত্রীরা ততক্ষণে বোর্ডিং করে ফ্লাইটের জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। ক্রুরা অন বোর্ড হওয়ার পর পাইলট জানায় চাকার এই অবস্থা নিয়ে উড্ডায়ন করা সম্ভব নয়। ফ্লাইটে থাকা দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার দুই ঘন্টা চেষ্টার পরও ব্যর্থ হন।
পরে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার বিকালে ঢাকা-জেদ্দা সিডিউল ফ্লাইটে চাকা পাঠানো হলে সেই চাকা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছানোর পর রিপ্লেস করে রওনা দিতে।
এই পরিস্থিতিতে ক্রুদের নিজ নিজ হোটেলে ফেরত পাঠানো হয়েছে এবং যাত্রীদেরও হোটেলে থাকার বব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) স্থানীয় সময় রাত ১টায় বিজি-২৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে রওনা হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিলেট হয়ে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গত বৃহস্পতিবার বিমানের ঢাকা দুবাই ফ্লাইটের চাকা ফেটে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছিল।