চলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী | চ্যানেল আই অনলাইন

চলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী | চ্যানেল আই অনলাইন
চলে গেলেন অভিনেত্রী কবিতা চৌধুরী | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

চলে গেলেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর।

১৯৮৯ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘উড়ান’-এ অভিনয় দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছিলেন কবিতা। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবিতা চৌধুরীর সার্ফের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে আবার হোমমেকার ললিতাজির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় সব বিজ্ঞাপনে দেখা যেত তাকে।

Bkash

কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বার্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তার। অভিনেত্রীর বন্ধু জানান, তিনি খুবই কষ্টে ছিলেন। সুচিত্রার কথায়, “ওকে হারিয়ে ভেঙে পড়েছি। ওর সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ রইল না। হঠাৎ যে ওর শারীরিক অবস্থার এত অবনতি হবে, জানতাম না।”

সাত এবং আটের দশকে একাধিক উল্ল্যেখযোগ্য কাজ করেছিলেন কবিতা চৌধুরী। তার দৃঢ় এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল।  ব্যক্তিজীবনেও তার যাপন ছিল অনুপ্রেরণাদায়ক। তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Scroll to Top