চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে (স্নাতক প্রথম বর্ষের) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন মোট ৪২ হাজার ৪৩৮ জন ভর্তিচ্ছু। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মোট তিন শিফটে অনুষ্ঠিত হয়েছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা৷ ‘বি’ ইউনিটের মধ্যে রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের সকল বিভাগ।
এই ইউনিটের আসনসংখ্যা মোট ১ হাজার ২২১ টি।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মাহবুবুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, আজকের শিফটে অংশগ্রহণ করেছে মোট ১৩৬৬২ জন পরীক্ষার্থী এবং উপস্থিতি হার ৭৩.৪৯ শতাংশ। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে আবেদন করেছিলেন ৫২ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু। যেখানে ভর্তি পরিক্ষায় অনুপস্থিতির হার ২০ শতাংশ।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পূর্ব নির্ধারিত ভাড়া নেওয়ার চুক্তি থাকলেও প্রতিটা রিকশা এবং সিএনজি স্ট্যান্ডে কয়েকগুণ বেশি ভাড়া রাখায় শিক্ষার্থীদের ফটক অবরোধের পর থেকেই প্রক্টরিয়াল বডির কড়া নজরদারি চলছে।
এ সম্পর্কে সহকারী প্রক্টর নাজিমুল আলম মুরাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা দিনভর মনিটরিং করছি। কেও যাতায়াত ভাড়া বেশি রাখলে ড্রাইভারকে জরিমানাও করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভাড়া বেশি চাইলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডিকে যেকোনো সময় ফোনে যোগাযোগ করতে পারবে। আর আমরা ভাড়ার চার্ট টাঙ্গিয়ে দেওয়ারও ব্যবস্থা করছি।