‘ঘুমন্ত যুবরাজ’ আলওয়ালিদ বিন খালেদ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

‘ঘুমন্ত যুবরাজ’ আলওয়ালিদ বিন খালেদ মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরবে প্রায় দুই দশক কোমায় থাকার পর ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিত প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন।

রবিবার (২০ জুলাই) সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানা যায়। গতকাল শনিবার প্রিন্স খালেদ বিন তালাল তার ছেলে প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রিন্স খালেদ জানান, তার ছেলের জানাজা রবিবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

“ঘুমন্ত যুবরাজ” নামে পরিচিত প্রিন্স আলওয়ালিদ যুক্তরাজ্যে পড়াশোনা করার সময় ২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সম্পূর্ণ কোমায় চলে যান।

এরপর প্রায় ২০ বছর ধরে তিনি নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন। এসময় সীমিত নড়াচড়ার কিছুক্ষণের ঘটনা সত্ত্বেও তিনি কখনও জ্ঞান ফিরে পাননি। এত বছর তার বাবা প্রিন্স খালেদ দৃঢ়ভাবে ছেলেকে লাইফ সাপোর্টে রেখেছেন। তিনি এতদিন লাইফ সাপোর্ট অপসারণের বিরোধিতা করেন।

ছেলের বিষয়ে তিনি অটল বিশ্বাস প্রকাশ করেছিলেন, “যে জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে।”

প্রিন্স খালেদের ছেলের অবস্থা তার রাজ্য এবং তার বাইরেও অনেক মানুষের সহানুভূতি অর্জন করেছে। লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে তার সুস্থতার বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা যায়।

শনিবার (১৯ জুলাই) প্রিন্স আলওয়ালিদের তার মৃত্যুর ঘোষণার মাধ্যমে দীর্ঘ চিকিৎসা সংগ্রামের অবসান ঘটে, যা অনেকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে।

Scroll to Top