পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় রাজধানী আক্রা থেকে উড্ডয়নের পর দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটি রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। এতে তিনজন ক্রুসহ মোট ৮ জন আরোহী ছিলেন।
এরআগে, ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে হেলিকপ্টারটিতে তিনজন ক্রুসহ মোট ৮ জন আরোহী ছিলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং জাতীয় গণতান্ত্রিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।
ঘানার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আশান্তি অঞ্চলের গভীর বনভূমিতে সামরিক বাহিনীর জেড-নাইন মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বুধবার সকালে হেলিকপ্টারটিতে চড়ে আক্রা থেকে ওবুয়াসি শহরে একটি অবৈধ খনি বিষয়ক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী।