গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের উপর আওয়ামীলীগের হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে জেলা শহরের পৌর পার্কে এনসিপির উপর হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এনসিপি নেতা-কর্মীদের উপর চালায়। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Scroll to Top