গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সফর ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ফাঁকা গুলির ঘটনায় গুলিবিদ্ধ ৫ জনের মধ্যে ১ জন নিহত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বৃত্ত সাহা, সে শহরের উদয়ন রোড়ের সন্তোষ সাহার ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
পুলিশ জানিয়েছে, সকালে উলপুর এলাকায় ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ির ওপর হামলা-ভাঙচুর করে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।