গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুসহ নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুসহ নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও হিরণ ইউনিয়নে পানিতে ডুবে ১ কলেজ শিক্ষার্থী এবং ২ শিশুসহ ৩ জন মারা গেছেন। 

শুক্রবার (৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ আসাদুজ্জামান।

নিহতরা হলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর (২০), চাচাতো বোন শংকর জয়ধরের মেয়ে অনুশূয়া জয়ধর (৬) এবং দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত শেখের ছেলে মিমু শেখ (৪)।

পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার ৮ আগষ্ট বিকালে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর তার চাচাতো বোন অনুসূয়াকে নিয়ে পুকুরে গোসল করতে নামেন। এ সময় অনুসূয়াকে কাঁধে বসিয়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় সজলের শ্বাসকষ্ট ওঠে। এতে সজল নিস্তেজ হয়ে পড়ে। এ সময় তার কাঁধ থেকে চাচাতো বোন অনুসূয়া পানিতে পড়ে তলিয়ে যায়। অসুস্থ সজল অনুসুয়াকে উদ্ধার করতে গিয়ে নিজেও পানিতে ডুবে যায়।

স্থানীয়দের সহায়তায় জাল টেনে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কোটালীপাড়া থানার উপ-পুলিশ কর্মকর্তা (এসআই) আল আমিন জানান, শুক্রবার বিকালের দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিন হিরণ গ্রামের এনায়েত শেখের ৪ বছর বয়সের ছেলে মিমু ইসাহাক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় সকলের অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সন্ধ্যার দিকে ৩ জনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাতেই ৩ জনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে।

কোটালীপাড়া থানার ওসি মো.আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতেই স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top