ঈদ সামনে রেখে একটি গোষ্ঠী আড়ংয়ের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো আড়ংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ ও পয়লা বৈশাখের মতো উৎসবকে কেন্দ্র করে আড়ংয়ের উদ্যোক্তারা সারা বছর প্রস্তুতি নেন, যা তাঁদের ব্যবসার প্রধান মৌসুম। অত্যন্ত দুঃখজনক যে এই উৎসবের সময়ে আড়ংয়ের সুনামহানি করার জন্য একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যেন মানুষের মনে আড়ং সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এবং বিক্রয়ে নেতিবাচক প্রভাব পড়ে।