সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপ টি-টুয়েন্টির দল দিয়েছে আয়োজক ভারত। একবছর পর টি-টুয়েন্টিতে ফেরানো হয়েছে শুভমন গিলকে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের জায়গায় সূর্যকুমার যাদবের ডেপুটির দায়িত্বও সামলাবেন তিনি।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। রিজার্ভে রেখেছে ৫ জনকে।
জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পর কোন টি-টুয়েন্টি খেলেনি ভারত। এশিয়া কাপের আগে তাদের কোন টি-টুয়েন্টি ম্যাচও নেই। আইপিএলের সবশেষ আসর মূল্যায়ন করে সাজানো হয়েছে দল।
আসরে ‘এ’ গ্রুপে আছে ভারত। সঙ্গী পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। দুটি ম্যাচই গড়াবে দুবাইতে। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আবুধাবিতে ওমানের বিপক্ষে খেলবে ভারত।
ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিংকু সিং ও সাঞ্জু স্যামসন।
রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল ও যশ্বী জয়সওয়াল।