লা লিগা জয়ী বার্সেলোনা মৌসুম পূর্ব প্রস্তুতির জন্য এশিয়া সফরে আছে। সাউথ কোরিয়ার সিউলে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে বিভিন্ন বিষয় কথা বলেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। উঠে এসেছে হোয়ান গার্সিয়ার বার্সায় আসা এবং তার নিবন্ধন নিয়ে।
জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের উপর নির্ভর করে ২৪ বর্ষী গার্সিয়ার নিবন্ধন আটকিয়ে থাকবে নাকি সেই বিষয়ও মুখ খুলেছেন বার্সা সভাপতি। চোটের কারণে স্টেগেনের অনুপস্থিতি এবং বার্সেলোনার জন্য নতুন গোলরক্ষক গার্সিয়াকে নিবন্ধন করা নিয়ে অনেক আলোচনা ছিল। বার্সা সভাপতি লাপোর্তা বিষয়টি পরিষ্কার করেছেন।
সংবাদমাধ্যমকে লাপোর্তা বলেছেন, ‘নিবন্ধন ভালোভাবে এগিয়ে চলেছে। এটা নিয়ে কথা বলার চেয়ে কাজটি করে দেখান।আমাদের যা করতে হবে তাই করছি এবং আমরা নিশ্চিত যে আমরা তাদের নিবন্ধন করতে সক্ষম হব।’
লা লিগার নিয়ম অনুসারে, কোনো একজন খেলোয়াড় চোটে পড়লে ৮০% বেতন কমিয়ে তার পরিবর্তে অন্য একজনকে নিবন্ধন করতে পারে। কিন্তু শর্ত থাকে যে চোটের কারণে ওই খেলোয়াড়া অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
লাপোর্তা জানিয়েছেন, গার্সিয়ার নিবন্ধনের বিষয়টি স্টেগেনের অনুপস্থিতির উপর নির্ভর করছে না। বরঞ্চ, স্টেগেন চোটের কারণে বাইরে থাকায় তার পরিবর্তে স্প্যানিশ গোলরক্ষককে নিবন্ধন করানো হয়, তাহলে তা হবে সহজ উপায়গুলোর একটি।