মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া বলেন, ‘আমরা কোনো মামলা করিনি। গতকাল সকালে থানা থেকে পুলিশ এসেছিল। তাদের বলে দিয়েছি, আমরা মামলা করতে চাই না। কে মামলা করেছে, সেটাও আমাদের জানা নেই।’
এ বিষয়ে আজ সোমবার মুঠোফোনে মামলার বাদী বলেন, ‘নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচাই চাই, তাই মামলা করেছিল। নিহত ব্যক্তির পরিবারের লোকজনসহ ছাত্র-জনতার আন্দোলনের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সহিত আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।’