গাজায় মৃত্যুর মিছিল থামছে না, নিহত ছাড়াল ৬২ হাজার – DesheBideshe

গাজায় মৃত্যুর মিছিল থামছে না, নিহত ছাড়াল ৬২ হাজার – DesheBideshe

গাজায় মৃত্যুর মিছিল থামছে না, নিহত ছাড়াল ৬২ হাজার – DesheBideshe

জেরুজালেম, ২৪ আগস্ট – গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জনে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদুলু।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।

ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। এ নিয়ে দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।

বিবৃতিতে জানানো হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান বোমাবর্ষণ এবং উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী নতুন করে সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।

এ সময় ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করেছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় নিহত হয়েছেন ২৪ জন, আহত হয়েছেন ১৩৩ জন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এখন পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৪ আগস্ট ২০২৫



Scroll to Top