গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলের নতুন করে ব্যাপক বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৩শ’ ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছেন, দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইসরাইল নতুন করে হামলা শুরু করেছে। প্রয়োজনে স্থল অভিযানেরও হুমকি দিয়েছে ইসরাইল। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে।