গতকাল ছিল আমার কলেজের প্রথম দিন। কলেজের প্রথম দিন সব শিক্ষার্থীর কাছেই যেমন আনন্দের, তেমনি আমার কাছেও দিনটি ছিল অন্য রকম। অন্যান্য দিনের তুলনায় এদিনটি আমার কাছে ছিল ভিন্ন। কেননা গতকালই তো আমার নতুন জীবনের অভিষেক হয়েছে।
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’—এ উক্তিটি স্মরণ করে একদিন বিদায় নিয়ে এসেছি আমার প্রিয় স্কুল থেকে। আমাদের জীবন তো কখনো এক জায়গায় থেমে থাকে না। সময়ের সাথেই তো জীবন চলে, এটাই স্বাভাবিক। পাঁচ বছর একটি স্কুলে পড়ার পর সেটি ছেড়ে চলে আসা যেমন কষ্টের, তেমনি দশ বছরের সাধনার পর নতুন কলেজে যাওয়া আনন্দের।