গণহত্যার বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নয়: আবু হানিফ | চ্যানেল আই অনলাইন

গণহত্যার বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নয়: আবু হানিফ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ইস্যুতে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টিই বুঝিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেছেন, জুলাই আগস্টে গণহত্যায় নেতৃত্ব দেওয়া এই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশ দিতে দিবে না এই দেশের জনগণ।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যুতে কথা বলার পর গণঅধিকার পরিষদের এই নেতা এসব মন্তব্য করেন।

আবু হানিফ বলেন, সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারত যখনই কথা বলেছে, তারা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি বারবার বলছে। এই অংশগ্রহণমূলক বলতে তারা মূলত আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টিই বুঝিয়েছেন।

তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যায় নেতৃত্ব দেওয়া এই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশ দিতে দিবে না এই দেশের জনগণ। এটা পরিষ্কার।

Scroll to Top