খনা নিয়ে কৃষক জ্যোতির যাত্রা শুরু

খনা নিয়ে কৃষক জ্যোতির যাত্রা শুরু

এভাবেই কোনো পরিকল্পনা ছাড়া একরকম হুট করেই গড়ে উঠেছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির খামার খনা অর্গানিক। গতকাল পহেলা বৈশাখে জ্যোতি তাঁর এই কৃষি খামারের লোগো উন্মোচন করেছেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই প্রতিষ্ঠান। জ্যোতি বলেন, ‘আমি তো গ্রামের মেয়ে। আমার দাদি, মায়ের মুখে মুখে শুনেছি খনার বচন। আমাদের মায়েরা এখনো আকাশ দেখে বলে দেয়, ঝড় হবে কি হবে না। আজ বৃষ্টি নামবে কি নামবে না। কত আগে খনা কৃষির বৈপ্লবিক সব সূত্র বচন আকারে দিয়ে গেছেন। আর আমার মনে হয়, এখন আমাদের যে অবস্থা, কৃষিই সবচেয়ে সম্ভাবনাময় খাত। সব মিলিয়ে করে ফেললাম।’

Scroll to Top