ক্লাব বিশ্বকাপে ১৪ ফুটবলার, আর্জেন্টিনার একাদশ সাজাতে কি হিমশিম খাবেন স্কালোনি

ক্লাব বিশ্বকাপে ১৪ ফুটবলার, আর্জেন্টিনার একাদশ সাজাতে কি হিমশিম খাবেন স্কালোনি

১৪ জুন ৩২ দল নিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। যেখানে ১৪ আর্জেন্টাইনের মধ্যে ৭ জন তো জাতীয় দলে নিয়মিতই—আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, চেলসির এনজো ফার্নান্দেজ ও ইন্টার মায়ামির লিওনেল মেসি।

এই সাতজন ছাড়াও হুলিয়ান সিমিওনে, আনহেল কোরেয়া, নিকোলাস গনজালেস, গনজালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া, জার্মান পেৎসেয়া, লুকাস মার্তিনেজও জুনে ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন। সব মিলিয়ে এই ১৪ জনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হতে পারে আর্জেন্টিনার।

Scroll to Top