ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময় চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে দল পেয়েছেন পেসার নাহিদ রানা, স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। রিশাদ বাদে বাকি দুজনই টেস্টে নিয়মিত মুখ। এমন বাস্তবতায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত ছাড়ের কথা বলেননি দেশি ক্রিকেটাররা।
শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে ফারুক বলেছেন, ‘এখনও তারা কেউ (এনওসির জন্য) আবেদন করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন আবেদন করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।’
১১ এপ্রিল থেকে শুরু হবে এবারের পিএসএল আসর। ৬ দলের মাঝে ৩ দলে আছে বাংলাদেশের প্রতিনিধি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই গতি তারকাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তাকে দেখা যাবে করাচি কিংসের জার্সিতে।