টেস্টে আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক এখন জো রুট। ইংল্যান্ড তারকা ছাড়িয়ে গেছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও ভারতের কিংবদন্তি সাবেক রাহুল দ্রাবিড়কে। অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচে দ্বিতীয় দিন শেষেও ছিলেন দুই সাবেকের পেছনে, ১১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে প্রথম সেশনে আর ২০ রান যোগ করে দুই কিংবদন্তিকে পেছনে ফেলেছেন রুট। তার উপরে এখন আর দুই কিংবদন্তি সাবেক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের শচীন টেন্ডুলকার।
লাল বলের ক্রিকেটে ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংসে ১৩,২৯০ রান রুট, চলতি টেস্টে যখন তার রান ৩১ তখনকার হিসাব এটি। ১৩ বছরের ক্যারিয়ারে ৩৭ শতক ও ৬৭ অর্ধশতকের মালিক তিনি। পেছনে ফেলা জ্যাক ক্যালিসের রান ১৩,২৮৯ ও রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮।
রুটের ২০১২ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক, কুলীন সংস্করণে ইংলিশদের সর্বোচ্চ রানের মালিক তিনি। পরে আছেন সাবেক ওপেনার অ্যালিস্টার কুক, ১৬১ ম্যাচে ১২,৪৭২ রান নিয়ে।
আন্তর্জাতিক অঙ্গনে দুইয়ে থাকা রিকি পন্টিংয়ের রান ১৩,৩৭৮। শীর্ষের শচীনকে টপকাতে রুটের লাগবে ২,৬৩১ রান। শেঞ্চুরির অর্ধশতক নিয়ে শচীনের মোট রান ১৫,৯২১। শচীন দুইশ টেস্ট খেলেছেন, এত টেস্ট খেলেননি আর কেউ।
ওল্ড ট্রাফোর্ডে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওলি পোপকে নিয়ে রুট ১১৫ রানের জুটি গড়ে ছুটছেন। পোপ অপরাজিত ৬৩ রানে, রুট ৬৭তম অর্ধশতক তুলে আছেন ৫০ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩১২ রানে পৌঁছেছে। ভারতের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে ৪৬ রানে।