ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যা বলছেন জ্যোতি | চ্যানেল আই অনলাইন

ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়ে যা বলছেন জ্যোতি | চ্যানেল আই অনলাইন

ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও নিজের নামের পাশে কোনো সেঞ্চুরি ছিলনা বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শত রান করলেন ডানহাতি ব্যাটার। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে তিনি বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। তবে সেঞ্চুরির বিষয়টি মাথায় ছিল না তার, লক্ষ ছিল দলীয় আড়াইশর বেশি রান তোলার।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংগ্রহ ছিল এদিন। এমন ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে থাইদের ৯৩ রানে অলআউট করে ১৭৮ রানের বড় ব্যবধানে জেতে বাংলাদেশ। একে তো প্রথম সেঞ্চুরির আনন্দ, পাশাপাশি বড় ব্যবধানে জয় সেই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

বিসিবির পাঠনো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ টুর্নামেন্টের প্রথম জয় এটি। টিমের জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। প্রথমত সেঞ্চুরির বিষয়টি ওরকম ভাবে মাথায় ছিল না, লক্ষ্য ছিল দলীয় রান আড়াইশোর বেশি করা। পিংকি আপু ও সুপ্তা আপু যেভাবে ব্যাটিং করছিলেন, ওটা দেখে আমার শুধু মনে হচ্ছিল আমি গিয়ে যেন দ্রুত রান উঠাতে পারি। যাতে পরবর্তী ব্যাটারা আড়াইশো প্লাস লক্ষ্যের দিকে দলীয় রানটাকে নিয়ে যেতে পারে।’

‘ম্যাচে সুযোগ ছিল সেটা আমরা লুফে নিয়েছি। এদিন বোলাররা সত্যিই দারুণ করেছে। এক ইনিংসে দুই বোলারের রেকর্ড, দুজনেই পাঁচটি করে উইকেট পেয়েছে যা আসলেই দারুণ। তারা যেভাবে সহযোগিতা করেছে সেটা দলের অন্যদের অনুপ্রাণিত করে।’

এর আগে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান থাইল্যান্ড অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়ে টিম টাইগ্রেস। জবাবে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের আগুনে বোলিংয়ে ২৮.৫ ওভারে কেবল ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা।

Scroll to Top