ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ’র দুর্দান্ত বোলিংয়ের পর হাসান নেওয়াজ ও মোহম্মদ রিজওয়ানের ফিফটি ৫ উইকেটে জয় পেয়েছে সফরকারী দলটি।
ত্রিনিদাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ওভারে ২৮০ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। জবাবে নেমে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান।
আগে নামা ক্যারিবীয়দের তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। এভিন লুইস ৬২ বলে ৬০ রান করেন। ৭৭ বলে ৫৫ রান করেন অধিনায়ক সাই হোপ। রোস্টন চেজ করেন ৫৪ বলে ৫৩ রান। এছাড়া গুডাকেশ মোতি ১৮ বলে ৩১ এবং কেসি কার্টি ৩৯ বলে ৩০ রান করেন।
শাহিন শাহ আফ্রিদি ৮ ওভারে ৫১ রান খরচায় ৪ উইকেট নেন। ৮ ওভারে ৫৫ রান খরচায় নাসিম নেন ৩ উইকেট।
রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৬ রানে সাইম আইয়ুবের উইকেট হারায়। এই ওপেনার ফিরে যান ৫ রানে। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ৩৩ বলে ২৯ রানে ফেরেন আব্দুল্লাহ শফিক।
১১৮ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। বাবর আজম ফেরেন ৬৪ বলে ৪৭ রান করে। চতুর্থ উইকেটে রিজওয়ান ও সালমান আঘা মিলে যোগ করেন ৪০ রান। ২৬ বলে ২৩ রান করে সালমান ফিরে গেলে জুটি ভাঙে। ১৮০ রানে রিজওয়ান ফিরে যান। পাকিস্তান অধিনায়ক করেন ৬৯ বলে ৫৩ রান।
১৮০ রানে ৫ উইকেট হারানোর পর হাসান নেওয়াজ ও হুসাইন তালাতের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। নেওয়াজ ৫৪ বলে ৬৩ রান করেন। ৩৭ বলে ৪১ রান করেন তালাত।
ক্যারিবীয় বোলারদের মধ্যে শামার জোসেফ ২ উইকেট নেন।