কোরআনের যে আয়াত শুনে ইসলামে আগ্রহী হলেন একজন

কোরআনের যে আয়াত শুনে ইসলামে আগ্রহী হলেন একজন

আয়াতটি পড়ার পর রোমান ব্যবসায়ী আয়াতের ব্যাখ্যা দিলেন।

১. কোনো ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে, এটা আল্লাহর ফরজ বিধানাবলির সঙ্গে সম্পর্কিত। ২. কোনো ব্যক্তি যে রাসুলের অনুসরণ করে, তা নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত। ৩. কোনো ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, এটা তার অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে, তার জন্য আল্লাহকে ভয় করে। ৪. এটি যে অবাধ্য পথ পরিহার করে তাকওয়ার পথে চলে, তা ব্যক্তিটির ভবিষ্যৎ জীবন–সম্পর্কিত। কারও মধ্যে যখন এই চারটি বিষয় সন্নিবেশিত হবে, তখনই সে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। কারণ, এ চারটি বিষয়ের পুরো দীন (ইসলাম) চলে এসেছে। আর দীনের সব কটি বিষয় ছোট্ট একটি আয়াতের মধ্যে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে।

হজরত ওমর (রা.) রোমান ব্যবসায়ীর এ কথা শুনে বলেন, নবীজি (সা.)-এর কথায় এর সত্যতা আছে। কারণ, রাসুল (সা.) বলেছেন, ‘আমাকে ব্যাপক অর্থপূর্ণ সংক্ষিপ্ত শব্দে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১,০৫৪)

Scroll to Top