কোপা ডেল রে’তে যাদের বিপক্ষে শুরু করবে রিয়াল-বার্সা | চ্যানেল আই অনলাইন

কোপা ডেল রে’তে যাদের বিপক্ষে শুরু করবে রিয়াল-বার্সা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কোপা ডেল রে’তে তৃতীয় রাউন্ডে শুরু করবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আসরের শুরুতে চতুর্থ স্তরের দলকে প্রতিপক্ষ পেয়েছে জায়ান্ট ক্লাব দুটি। লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা মুখোমুখি হবে ইউডি বারবাস্ত্রোর। গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে দেপোর্তিভো মিনেইরার।

সোমবার স্পেনের প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডের ড্র হয়েছে। সরাসরি তৃতীয় রাউন্ডে অংশ নেবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো বিলবাও ও মায়োর্কা।

অ্যাটলেটিকো বিলবাও প্রতিপক্ষ পেয়েছে ইউডি লগরোনেস এবং মায়োর্কার প্রতিপক্ষ পন্তেভেদরা। আ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে মারবেলা এফসির, সেভিয়া মুখোমুখি হবে আলমেরিয়ার। গেটাফে খেলবে গ্রানাডার বিপক্ষে।

গত সপ্তাহে টাইব্রেকারে লা লিগার দল আলাভেসকে হারিয়ে কোপা ডেল রে’র শেষ ৩২এ পৌঁছায় দেপোর্তিভো মিনেইরা। ঘরের মাঠ এস্তাদিও মিউনিসিপ্যাল অ্যাঞ্জেল কালড্রেনে রিয়ালকে আতিথ্য দেবে তারা। মাঠটিতে মাত্র ২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে।

GOVT

লা লিগার আরেক দল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে বারবাস্ত্রো। পাঁচ হাজার দর্শক ক্ষমতার মাঠ এস্তাদিও মিউনিসিপ্যাল ডি ডিপোর্টেসে বার্সেলোনাকে আতিথ্য দেবে ক্লাবটি।

shoroterjoba

Scroll to Top