মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে ৯০ টির বেশি দেশ থেকে আমেরিকায় আমদানি করা পণ্যের উপর ১০ থেকে ৪১% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
ট্রাম্প বলেন, বানিজ্য অংশীদারের সাথে যুক্তরাষ্ট্রের বানিজ্য ঘাটতি কমাতে তিনি এই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন।
নতুন এই শুল্ক হার মার্কিন রপ্তানিকারকদের উপকারে আসবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন শুল্ক হার দীর্ঘদিনের মার্কিন মিত্রসহ কয়েক ডজন দেশের জন্য এক অনিশ্চয়তার তৈরি করেছে। একই সাথে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির আশঙ্কাও বাড়িয়েছে।
তালিকা অনুসারে দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে: আফগানিস্তান ১৫ শতাংশ, আলজেরিয়া ৩০ শতাংশ, অ্যাঙ্গোলা ১৫ শতাংশ, বাংলাদেশ ২০ শতাংশ, বলিভিয়া ১৫ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০ শতাংশ, বতসোয়ানা ১৫ শতাংশ, ব্রাজিল ১০ শতাংশ, ব্রুনাই ২৫ শতাংশ, কম্বোডিয়া ১৯ শতাংশ, ক্যামেরুন ১৫ শতাংশ, চাদ ১৫ শতাংশ, কোস্টারিকা ১৫ শতাংশ, কোট ডি’আইভরি ১৫ শতাংশ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র ১৫ শতাংশ, ইকুয়েডর ১৫ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়ন ০–১৫ শতাংশ, নিরক্ষীয় গিনি ১৫ শতাংশ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০ শতাংশ, ফিজি ১৫ শতাংশ, ঘানা ১৫ শতাংশ, গায়ানা ১৫ শতাংশ, আইসল্যান্ড ১৫ শতাংশ, ভারত ২৫ শতাংশ, ইন্দোনেশিয়া ১৯ শতাংশ, ইরাক ৩৫ শতাংশ, ইসরায়েল ১৫ শতাংশ, জাপান ১৫ শতাংশ, জর্ডান ১৫ শতাংশ, কাজাখস্তান ২৫ শতাংশ, লাওস ৪০ শতাংশ, লেসোথো ১৫ শতাংশ, লিবিয়া ৩০ শতাংশ, লিচটেনস্টাইন শতাংশ, মাদাগাস্কার ১৫ শতাংশ, মালাউই ১৫ শতাংশ, মালয়েশিয়া ১৯ শতাংশ।
মরিশাস ১৫ শতাংশ, মলদোভা ২৫ শতাংশ, মোজাম্বিক ১৫ শতাংশ, মিয়ানমার (বার্মা) ৪০ শতাংশ, নামিবিয়া ১৫ শতাংশ, নাউরু ১৫ শতাংশ, নিউজিল্যান্ড ১৫ শতাংশ, নিকারাগুয়া ১৮ শতাংশ নাইজেরিয়া ১৫ শতাংশ, উত্তর ম্যাসেডোনিয়া ১৫ শতাংশ, নরওয়ে ১৫ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, পাপুয়া নিউগিনি ১৫ শতাংশ, ফিলিপাইন ১৯ শতাংশ, সার্বিয়া ৩৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, দক্ষিণ কোরিয়া ১৫ শতাংশ, শ্রীলঙ্কা ২০ শতাংশ সুইজারল্যান্ড ৩৯শতাংশ, সিরিয়া ৪১ শতাংশ, তাইওয়ান ২০ শতাংশ, থাইল্যান্ড ১৯ শতাংশ, ত্রিনিদাদ ও টোবাগো ১৫ শতাংশ, তিউনিশিয়া ২৫ শতাংশ, তুরস্ক ১৫ শতাংশ, উগান্ডা ১৫ শতাংশ, যুক্তরাজ্য ১০শতাংশ।