ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, কেউ ডাকসু নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সব বলে দেবেন। উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা, দায়িত্ব ছেড়ে দেওয়ার আগেই সব প্রকাশ করার দাবি জানিয়েছেন। প্রতিদ্বদ্বিতামূলক নির্বাচনের জন্য শিক্ষার্থীবান্ধব নীতি করার আহ্বান তাদের।
