কুয়েটের পরিস্থিতি পর্যালোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা: মাহফুজ আলম | চ্যানেল আই অনলাইন

কুয়েটের পরিস্থিতি পর্যালোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা: মাহফুজ আলম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুয়েটের পরিস্থিতি পর্যালোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। 

মঙ্গলবার ২২ এপ্রিল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা জানান।

মাহফুজ আলম স্ট্যাটাসে বলেন, ‘কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।’

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ।

Scroll to Top