ইংলিশ ফুটবল লিগ কারাবাও কাপের দ্বিতীয় সেমিফাইনালেও হেরে গেছে আর্সেনাল। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড তাদের হারিয়েছে ২-০ গোলে। সেমির প্রথম লেগে আর্সেনালের মাঠে জিতেছিল নিউক্যাসল। জয়ে ইএফএলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে এডি হাউইর দল।
নিউক্যাসলের মাঠ হলেও আর্সেনালের কাছে পাত্তা পাচ্ছিল না দলটি। বল পজিশন, পাস বা সবকিছুতেই এগিয়ে ছিল আর্সেনাল, তবুও যেন জালের দেখা মিলছিল না। ১৯ মিনিটে জালের দেখা পায় স্বাগতিকরা, জ্যাকব মারফির গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আর্সেনালের কফিনে শেষ পেরক ঠোকেন অ্যান্থনি গর্ডন। আসর থেকে বিদায় নিশ্চিত হয় লিগ শিরোপায় দারুণ টেক্কা দিতে থাকা গানারদের।
হারের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, ‘আমাদের এ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল, যদিও ম্যাচ বেশ কঠিন ছিল। ম্যাচটি নিয়ে আমরা অনেক আশা করেছিলাম। জানতাম কাজটি কঠিন, কারণ লন্ডন থেকে আমরা আগের বাজে ফলাফলটি নিয়ে এসেছিলাম। এখন আর আমাদের কিছু করার নেই।’
‘একটু আগে মাঠে আমাদের কিছু করার ছিল, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমত, আমাদের কাছে এটি বেশ বেদনাদায়ক। যখন আমরা দুবাই যাব, নিজেদের শক্তি সঞ্চয় করব সামনের ম্যাচগুলো খেলার জন্য।’
কারাবাও কাপের সেমির প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে জিতেছিল আর্সেনারের বিপক্ষে। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জিতল দলটি। ১৬ মার্চ ফাইনালে লিভারপুল নাকি টটেনহ্যাম হটস্পার যাবে তা ঠিক হবে রাতে।