স্ত্রী প্রিয়ার মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই চলে গেলেন নির্মাতা সোহানুর রহমান সোহান। মঙ্গলবার স্ত্রীর মৃত্যুর পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহান। এদিন রাতে উত্তরায় তার মরদেহ দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আরেক বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ।
এসময় তিনি বলেন, গতকাল আমার সাথে সোহানের কথা হয়েছে। সে আমাকে কান্নাকাটি করে বললো, ‘হায়াৎ ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি স্ত্রী হারানোর শোক সইতে পারি। আল্লাহ যেন আমাকে ধৈর্য্য দেন।’
হায়াৎ বলেন, আমি মনে করি সোহান ভাগ্যবান, যে স্ত্রীর শোক খুব বেশী সময় ধরে তাকে সইতে হয়নি। সব ছিন্ন করে তিনিও চলে গেলেন।
কাজী হায়াত বলেন, নির্মাতা সোহানের শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি একজন কীর্তিমান পরিচালক ছিলেন। পরিচালকরা সাধারণত খ্যাতিমান হন কম, কিন্তু সোহান খ্যাতিমান পরিচালক ছিলেন। তার জন্য সবাই দেয়া করবেন।
শুধু কাজী হায়াৎ নন, সোহানকে শেষবার দেখতে তার উত্তরার বাসায় ছুটে যান ইলিয়াস কাঞ্চন, শাহীন সুমন, আফসানা মিমি, রিয়াজ, নিপুণ সহ শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ।
১৯৬০ সালের ১৫ অক্টোবর বগুড়ার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। সত্তরের শেষ দিকে শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরমধ্যে স্বজন,আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা উল্লেখযোগ্য। নব্বই দশকের পরও বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন সোহানুর রহমান।