যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির কলোরাডো রাজ্য থেকে লড়তে পারবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এই রাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ট্রাম্পকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই সিদ্ধান্ত দেন। এর ফলে এই রাজ্য থেকে লড়াই চালিয়ে যেতে আর কোন বাধা থাকল না সাবেক এই প্রেসিডেন্টের।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার প্ররোচনা দেয়ার অভিযোগে কলোরাডো রাজ্য থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করতে ট্রাম্পকে নিষেধাজ্ঞা দিয়েছিল রাজ্যটির একটি আদালত। তবে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারকরা সর্বসম্মতিক্রমে কলোরাডোর শীর্ষ আদালতের গত বছরের ১৯ ডিসেম্বরে দেয়া এই সিদ্ধান্তকে স্থগিত করেন।
রায়ে বিচারকরা বলেছেন, রাজ্যগুলো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত বা থাকার চেষ্টাকারী ব্যক্তিদের অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু সংবিধান অনুযায়ী ফেডারেল অফিস, বিশেষ করে প্রেসিডেন্সির ক্ষেত্রে ধারা ৩ কার্যকর করার ক্ষমতা রাজ্যগুলোর নেই। এই রায়ের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, এটি আমেরিকার জন্য একটি বড় জয়।
চলতি বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে চ্যালেঞ্জ জানাতে রিপাবলিকানদের মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্পই এগিয়ে রয়েছেন। এমন অবস্থায় আদালতের এই রায় ট্রাম্পকে তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালির থেকে অনেকটাই এগিয়ে রাখবে।