ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : নতুন রূপে পর্দায় ফিরছেন রাকুল প্রীত সিং। মুদাসসার আজিজের পরিচালনায় আসন্ন কমেডি সিনেমা ‘মেরে হাজবেন্ড কি বিবি’ তে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অর্জুন কাপুর।
সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ট্রেলার নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে চলছে আলোচনার ঝড়। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি দেখে বোঝা যায়, দিল্লির প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি হাস্যকর এবং হৃদয়স্পর্শী আধুনিক প্রেমের গল্পের সিনেমা এটি। ট্রেলারটি ৩টি চরিত্রের একটি হাস্যকর পরিচয় দিয়ে শুরু হয়, যেখানে ভূমিকে প্রাক্তনপত্নী, রাকুলকে হবু-পত্নী এবং অর্জুন কাপুরকে বরের চরিত্রে দেখা যায়। এর মধ্যে ডিভোর্স হয়ে যায় অর্জুন আর ভূমির। রেট্রোগ্রেড অ্যামনেশিয়া রোগে পাঁচ বছরের স্মৃতি ভুলে যান ভূমি। শুধু মনে থাকে প্রপোজ করার কথা। এভাবেই এগোতে থাকে সিনেমার গল্প।
এতে আরো অভিনয় করেছেন ভূমি পেড়নেকর, শক্তি কাপুর। ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। পরবর্তী সময়ে এটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে।
ঢাকাপ্রতিদিন/এআর