বার্লিনে কবি দাউদ হায়দারের পরিচিতজন মাইন চৌধুরীকে চিকিৎসকেরা কয়েক দিন আগে জানিয়েছিলেন, আগামী দুই সপ্তাহ তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। পরে কৃত্রিম উপায়ে নলের সাহায্যে খাবার এবং শ্বাস নেওয়াবার চেষ্টা করা হবে। যদি অবস্থা কিছু ভালো হয় তবে কবিকে স্নায়বিক নার্সিং হোমে থাকতে হবে।
এর মধ্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় চিকিৎসকেরা বলেছেন, দাউদ হায়দারের জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে, নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেনি।