তালতলায় আপন কফিশপে এক নারীর গায়ে হাত তোলা এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। অনেকেই এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান কমেন্টে। অধিকাংশ কমেন্টে আপন কফিশপে নারীর গায়ে হাত তোলা এবং আ হ ত করার ঘটনায় আপন কফিশপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বলেন, একটা মেয়ে যত অন্যায় করুক না কেন, প্রকাশ্যে এইভাবে লাঞ্ছিত করা কতটুকু যুক্তিযোগ্য।