কক্সবাজারে ফাঁদ পেতে ধরা ৩০০ বক উদ্ধার | বাংলাদেশ

কক্সবাজারে ফাঁদ পেতে ধরা ৩০০ বক উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

কক্সবাজারের উখিয়া থেকে ফাঁদ পেতে ধরা তিন শতাধিক সাদা বক উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজাপালং ইউনিয়নের মাছ কারিয়া এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়। অভিযানকালে বক শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। তবে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে চিহ্নিত পাখি শিকারিরা আইন অমান্য করে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে আসছিল। পরবর্তী সময়ে এসব বক বাজারে বিক্রি করে থাকে।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সাদা বক উদ্ধার অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, বকগুলো অবমুক্ত করা হবে।

আরও পড়ুন: পটুয়াখালীতে কালনাগিনি উদ্ধার

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অতিথি পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচাকেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

]]>

Scroll to Top