ওমরাহ্‌ করতে সৌদি গেলেন সাকিব

ওমরাহ্‌ করতে সৌদি গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর খেলার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগেও। তবে ডিপিএলে মাঠে নামার আগেই ওমরাহ হজ পালনের জন্য সৌদিতে পা রাখলেন সাকিব। রমজান মাসের শেষভাগে গিয়ে ওমরাহ পালন করবেন তিনি।

ওমরাহ্‌ করতে সৌদি গেলেন সাকিব

ছবি- ওমরাহর পথে সাকিব

 

গতকাল তামিমের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিবের। তবে সেই ম্যাচে আর নামেননি তিনি। রাতেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদির পথে রওনা হয়েছেন তিনি। ওমরাহ পালনের আগে ইহরামের পোশাক পরে তোলা সাকিবের ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওমরাহ পালন শেষে আগামী ৮ এপ্রিল দেশে ফেরার কথা সাকিবের। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

 

সারাবাংলা/এফএম

Scroll to Top