এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নেদারল্যান্ডসের বিপক্ষে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি নেপাল। ডাচদের সামনে শতরান পেরুনো চ্যালেঞ্জ দাঁড় করিয়ে বল হাতে লড়াই করেছে সাউথ এশিয়ার দেশটি। তবে ম্যাক্স ও’ডাউডের অপ্রতিরোধ্য ফিফটিতে ৬ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
ডালাসে টসে জিতে নেপালকে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। ১৯.২ ওভারে ১০৬ রানে থামে নেপাল। জবাবে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ডাচবাহিনী।
ওপেনিংয়ে নামা ও’ডাউড একপ্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করলেও অন্যপ্রান্তে চার ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। চারটি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন ও’ডাউড। তিনে নামা বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ রান এবং সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৬ বলে ১৪ রান করেন। শেষ দিকে ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন বাস ডে লেডে।
নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরি, সোমপাল কামি এবং অভিনাশ বোহরা একটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে ডাচ বোলারদের সামনে নেপালের কেউই দাঁড়াতে পারেনি। দলের সর্বোচ্চ রান করেছিলেন রোহিত পাউডেল। ৩৭ বলে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। বাকীদের মধ্যে কারাণ কেসি ১২ বলে ১৭ রান, গুলশান ঝা ১৫ বলে ১৪ এবং অনিল সাহ ১২ বলে ১১ রান করেন।
ডাচ বোলারদের মধ্যে টিম প্রিঙ্গেল ও লোগান ফন বিক তিনটি করে উইকেট নেন। পল ফন মিকেরেন ও বাস ডে লেডে নেন দুটি করে উইকেট।