ওটিটি নয়, ইউটিউবে আসছে আমিরের নতুন সিনেমা! | চ্যানেল আই অনলাইন

ওটিটি নয়, ইউটিউবে আসছে আমিরের নতুন সিনেমা! | চ্যানেল আই অনলাইন

চমকে দেওয়া সিদ্ধান্ত নিলেন আমির খান! এবার কোনও ওটিটি প্লাটফর্মে নয়, সরাসরি ইউটিউবেই মুক্তি পাচ্ছে এই তারকার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। বিশ্বব্যাপী সিনেমা সহজলভ্য করতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা-প্রযোজক।

২০ জুন প্রেক্ষাগৃহে ‘সিতারে জমিন পার’ মুক্তি পাওয়ার পর আয় করেছে প্রায় ২৭০ কোটি রুপি! এমন একটি সিনেমা কোনো নামিদামি ওটিটিতে মুক্তি পাবে বলেই স্বভাবত সবাই ভেবেছিলেন। কিন্তু ভিন্ন পথে হাঁটলেন আমির।

বিশ্বব্যাপী সিনেমা সহজলভ্য করতে এক অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন বলিউড তারকা ও প্রযোজক। ১ আগস্ট সারা বিশ্বে ইউটিউবে স্ট্রিমিং হবে এই সিনেমা।

আমির জানিয়েছেন, ভারতে দর্শকরা মাত্র ১০০ টাকায় ‘সিতারে জমিন পার’ সিনেমাটি রেন্ট করে দেখতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর ও স্পেনসহ ৩৮টি আন্তর্জাতিক বাজারে স্থানীয় মুদ্রা অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।

কী লক্ষ্যে এমন সিদ্ধান্ত আমিরের? মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে আমির বলেন, “গত ১৫ বছর ধরে ভাবছি কীভাবে এমন দর্শকদের কাছে পৌঁছানো যায়, যারা থিয়েটারে যেতে পারেন না বা সুযোগ পান না। ইউপিআই, ইন্টারনেট প্রবেশ ও ইউটিউবের সহজলভ্যতার মাধ্যমে সেই স্বপ্ন সত্যি করার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “আমার স্বপ্ন সিনেমা সবার জন্য হোক, সুলভ মূল্যে। যেখানে খুশি, যখন খুশি সিনেমা দেখার সুযোগ থাকা উচিত। যদি এই পন্থা সফল হয়, তাহলে নতুন নির্মাতাদের জন্য এটি বিশাল সুযোগ হবে। ভূগোল বা অন্য কোনো সীমাবদ্ধতা তখন বাধা হবে না।”

‘সিতারে জমিন পার’ একটি হৃদয়ছোঁয়া স্পোর্টস ড্রামা। ছবিতে একজন বাস্কেটবল কোচ ও বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের দলকে নিয়ে আবর্তিত হয়েছে কাহিনি। আমির খান ও জেনেলিয়া দেশমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, এবং ছবিতে দেখা যাবে ১০ জন মানসিকভাবে বিশেষ সক্ষম অভিনেতাকে।

ছবিটির ভাষাগত বৈচিত্র্য নিশ্চিত করতে বিভিন্ন ভাষায় সাবটাইটেল ও ডাবিং যুক্ত করা হচ্ছে বলেও জানান আমির। আমির খান প্রোডাকশনস থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তাদের আরও ছবি ইউটিউবের মাধ্যমে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। –কইমই

Scroll to Top