এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ৮ কীর্তিমান লেখক | চ্যানেল আই অনলাইন

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ৮ কীর্তিমান লেখক | চ্যানেল আই অনলাইন

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৮ কবি ও লেখক সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার-২০২৪ পাচ্ছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার রেজা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

বাংলা সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে লেখকদের নাম ঘোষণা করা হয়। বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন, কবিতায় বিশেষ অবদানের জন্য- গোলাম কিবরিয়া পিনু। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য- হাবিব আনিসুর রহমান। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য- সারওয়ার উল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য- মোস্তফা হোসেইন এবং মঞ্চ নাটক বিশেষ অবদানের জন্য- ড. মুকিদ চৌধুরী।

এসবিএসপি সাহিত্য সম্মাননাপ্রাপ্ত লেখকদের মধ্যে রয়েছেন, কবিতার জন্য- ফারুক আহমেদ ও মামুন খান। কথাসাহিত্যর জন্য শাহমুব জুয়েল।

GOVT

এছাড়াও এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। ফেব্রুয়ারি মাসে একটি অনুষ্ঠান করে সম্মাননাপ্রাপ্ত লেখকের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলেও জানানো হয়।

Scroll to Top