এশিয়া কাপের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এশিয়া কাপ সামনে রেখে ঝালিয়ে নিতে পরিকল্পনা সাজাচ্ছে দেশগুলো। প্রস্তুতির অংশ হিসেবে শারজায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত একটি টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক আমিরাত।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতেই বসবে এশিয়া কাপ। আর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ২৯ আগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দুটি করে ম্যাচ খেলবে। তিন দলের শীর্ষ দুই মুখোমুখি হবে ফাইনালে। আইসিসির সফরসূচি অনুযায়ী, পাকিস্তানের সেসময়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি আয়োজনের কথা ছিল। সেটি আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের বদলে যাচ্ছে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান এ তিন দলের মধ্যে শীর্ষে রয়েছে, অবস্থান ৮ নম্বরে। একধাপ নিচেই আফগানিস্তান, ৯ নম্বরে এবং আমিরাত ১৪তে।

পাকিস্তান এখন ওয়েস্ট ইন্ডিজে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ১৪ রানে জিতেছে প্রথম টি-টুয়েন্টিতে। ১২ সেপ্টেম্বর এশিয়া কাপে ওমানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। আফগানিস্তান সবশেষ টি-টুয়েন্টি খেলেছে গতবছরের শেষদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে শুরু হবে আফগানদের যাত্রা।

একনজরে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের সময়-সূচি
২৯ আগস্ট: পাকিস্তান-আফগানিস্তান
৩০ আগস্ট: সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান
১ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান
২ সেপ্টেম্বর: পাকিস্তান-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান
৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-আফগানিস্তান
৭ সেপ্টেম্বর: ফাইনাল

**সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

Scroll to Top