আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে এশিয়া কাপ টি-টুয়েন্টি। আসর সামনে রেখে চমক রেখেই দল দিয়েছে বাংলাদেশ। ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। দলে চমক থাকলেও আসন্ন আসরে বাংলাদেশ কতটা আশাবাদী?
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এশিয়া কাপের দল নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। সেখানে এক প্রশ্নের উত্তরে জানান, এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে।
গাজী আশরাফ বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’
অতীতে এশিয়া কাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। প্রধান নির্বাচক বিষয়টি মনে করিয়ে দিয়ে জানান, বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। তবে মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না বলেও মানছেন তিনি।
বলেছেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’