শনিবার মৌসুমে তৃতীয়বার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা চোট পেয়েছেন খবর পুরনো, তিনি বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না। স্প্যানিশ জায়ান্টরা সেটি নিশ্চিত হয়েছে। এমনকি মৌসুমই শেষ হয়ে যেতে পারে কামাভিঙ্গার।
রিয়াল মাদ্রিদ কামাভিঙ্গার পরীক্ষার পর নিশ্চিত করেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম আমাদের খেলোয়াড় কামাভিঙ্গার পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার পরীক্ষার পর মেডিকেল টিম জানিয়েছে, বাম অ্যাডাক্টর টেন্ডন সম্পূর্ণরূপে ফেটে গেছে। তার চোটের মাত্রা দেখা হচ্ছে।’
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, কামাভিঙ্গা শনিবার রাতে কোপা ডেল রের ফাইনালে খেলতে তো পারবেনই না, এমনকি পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার। তার চোট এমন পর্যায়ের যেজন্য খুব সতর্কতার সাথে ফেরার জন্য কাজ করতে হবে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালের আগে আনচেলত্তির কপালে আগে থেকেই দুশ্চিন্তার ভাঁজ ছিল। ফাইনালে কাইলিয়ান এমবাপে ও ফেরল্যান্ড মেন্ডিকে পাওয়া নিয়ে শঙ্কায় তিনি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও কামাভিঙ্গা।
গেটাফে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছিলেন, ‘আমরা দেখব তাদের শারীরিক পরীক্ষায় কী জানা যায়, কিন্তু (আলাবা এবং কামাভিঙ্গা) উভয়ই পায়ের পেশির চোটে ভুগছেন এবং দেখে মনে হচ্ছে শনিবার খেলাটা তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’