এবার গণ-অনশনের ডাক জবি শিক্ষার্থীদের | চ্যানেল আই অনলাইন

এবার গণ-অনশনের ডাক জবি শিক্ষার্থীদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এবার চার দফা দাবি আদায়ে গণ-অনশনের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক রইস উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেনডেন্স যমুনায় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ ১৬ মে শুক্রবার জুমার নামাজের পরে গণ-অনশনে বসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রধান বিচারপতির বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে একথা বলেন ওই শিক্ষক নেতা।

ড. রইস উদ্দিন বলেন, আমরা কাল থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব সিআর গ্রুপে জানিয়ে দেয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে। এছাড়াও শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কি দেয়া যায়।

গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘কালো দিবস’ ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সমাবেশ করবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো:

১) আবাসন বৃত্তি চালু: বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২) পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন: ২০২৫-২৬ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো ধরনের কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।

৩) দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

৪) শিক্ষকদের ওপর হামলার বিচার: শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

Scroll to Top