জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন সাবেক শিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করবেন তারা।